Bengali / বাঙালি
আদমশুমারি 2022 এ স্বাগতম
3 এপ্রিল রবিবার আয়ারল্যান্ডে জনসংখ্যার আদমশুমারি অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডে ঐ রাতে অবস্থানকারী সকলকে গণনা করবে আদমশুমারি। তথ্যাবলি শুধুমাত্র পরিসংখ্যানিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আমাদের সকলের জন্য অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদান করে।
শুমারি সংক্রান্ত তথ্যের প্রচারপত্রের অনুবাদ দেখুন/ডাউনলোড করুন।
আদমশুমারি কী?
আদমশুমারি হলো আয়ারল্যান্ডে আদমশুমারির রাতে অবস্থানকারী সকলের গণনা এবং হিসাব। আদমশুমারির রাতে অবস্থানকারী দেশের সকলকে অবশ্যই আদমশুমারির ফরমে অন্তর্ভুক্ত করতে হবে এবং জনগণ এবং বাসস্থানগুলি সরকারি গণনার অংশ হবে।
আদমশুমারি কখন?
আদমশুমারি 3 এপ্রিল 2022 এ অনুষ্ঠিত হবে। এপ্রিল 2021 হতে কোভিড-19 মহামারির কারণে এটি স্থগিত হয়েছিল।
কারা আদমশুমারি করবে?
কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস (CSO) কর্তৃক আদমশুমারি সংঘটিত হয়। স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ে আদমশুমারি চালাতে আদমশুমারি 2022 এর জন্য CSO অস্থায়ী ভিত্তিতে 5,600 জন মাঠ কর্মী নিয়োগ দিয়েছে।
আমরা কেন আদমশুমারি করি?
স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন এবং আবাসন সহ কমিউনিটি, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আমাদের ভবিষ্যৎ পরিষেবাগুলির পরিকল্পনায় আদমশুমারি গুরুত্বপূর্ণ ফল দেয়।
আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেক আদমশুমারির ফলাফল অবাধে উপলভ্য করি। 2016 এর ফলাফল এখানে পাওয়া যাবে।
আদমশুমারি কী বাধ্যতামূলক?
হ্যাঁ। আদমশুমারির রাতে দেশে অবস্থানকারী সকলকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এটি [পরিসংখ্যান আইন 1993, পরিসংখ্যান (জনসংখ্যার আদমশুমারি) আদেশ 2020] এর আইন।
আমার তথ্য কী গোপনীয়?
হ্যাঁ। আপনার আদমশুমারি ফরমে প্রদানকৃত সকল উত্তর সম্পূর্ণভাবে গোপনীয় এবং এগুলি শুধুমাত্র পরিসংখ্যানিক উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহৃত হয়। আপনার ব্যক্তিগত তথ্যাবলি আইন দ্বারা সংরক্ষিত এবং অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের সাথে শেয়ার করা হয় না। CSO, GDPR এর অধীনস্থ ও আদমশুমারির সকল কর্মী পরিসংখ্যানের কর্মকর্তা এবং আপনার তথ্য সংরক্ষণে আইনত বাধ্য।
আদমশুমারি 2022 এ আমি কীভাবে অংশগ্রহণ করব?
আপনার আদমশুমারির ফরম দেয়ার জন্য একজন আদমশুমারি গণনাকারী ফেব্রুয়ারির শেষ থেকে 3 এপ্রিল 2022 এর মধ্যে আপনার বাড়িতে যাবেন। 2022 সালের 4 এপ্রিল থেকে মে এর প্রথম দিকে তারা আপনার পূরণকৃত ফরমটি নিতে আসবেন। আপনার ফরম/আদমশুমারি সম্পর্কে সম্ভাব্য যেকোনো প্রশ্নের উত্তর দিতে তারা সক্ষম হবেন। সকল আদমশুমারি গণনাকারি CSO/আদমশুমারি 2022 আইডি কার্ড বহন করবেন।
আমি কি আদমশুমারি ফরমের একটি কপি আমার নিজের ভাষায় পেতে পারি?
হ্যাঁ। এখানে ফরমের একটি অনূদিত কপি পাওয়া যায়। আপনার পছন্দের ভাষায় একটি হার্ড কপিও আপনাকে আপনার গণনাকারী দিতে পারবেন। যাইহোক, এই অনূদিত ফরমটি শুধুমাত্র একটি নির্দেশিকা হিসেবে প্রদান করা হয় – আপনাকে আপনার ফরমটি ইংরেজি বা আইরিশ ভাষায় পূরণ করতে হবে।
শুমারি ফর্মের অনুবাদ দেখুন/ডাউনলোড করুন।
আমি আরো সাহায্য কোথায় পেতে পারি?
আপনার তথ্য গণনাকারী আদমশুমারি সম্পর্কে আপনার সম্ভাব্য যেকোনো প্রশ্নের উত্তর খুশিমনে দেবেন এবং আপনার আদমশুমারি ফরম পূরণে কোনো সমস্যা থাকলে সাহায্য করতে পারবেন।
আপনি আদমশুমারি 2022 টিমে 0818 2022 04-তে যোগাযোগও করতে পারবেন বা census2022@cso.ie এ ইমেইল করতে পারবেন। আমরা আপনার যেকোনো প্রশ্নের উত্তর খুশিমনে দেব (যাইহোক, আমরা শুধুমাত্র তা ইংরেজিতেই দিতে পারব)।
আপনার আদমশুমারি ফরম পূরণ করার জন্য এবং আমাদের একটি সফল আদমশুমারি নিশ্চিত করতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।